॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটি পৌরসভা নির্বাচনে ৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. আলমগীর তার নির্বাচনী প্রতীক ‘ডালিম’ এর প্রচার প্রচারণায় বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়ার পাশাপাশি বিভিন্ন এলাকায় উঠান বৈঠক করছেন। শনিবার বিকেলে ভেদভেদীর রাজমণি পাড়ায় শতাধিক এলাকাবাসীকে নিয়ে উঠান বৈঠক করেছেন এই কাউন্সিলর প্রার্থী।
উঠান বৈঠকে উদয়ন চাকমার সভাপতিত্বে ও নূর তালুকদার মুন্নার সঞ্চালনায় বক্তব্য রাখেন- চন্দন চাকমা, ধনজয় চাকমা, চন্দনা চাকমা, সোহেল রানা, নূরুল আবসার, আমিনুল হক, হান্নান হোসেন ও প্রার্থী মো. আলমগীর।
এসময় আলমগীর বলেন, আমি নির্বাচিত হলে জাতী-সম্প্রদায়ের উর্ধ্বে গিয়ে কাজ করবো। পাহাড়ী-বাঙ্গালী জনগোষ্ঠির সহ অবস্থান নিশ্চিত করবো।