কাউন্সিলর প্রার্থী বেলালের গণসংযোগ

395

॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটি পৌরসভা নির্বাচনে ৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. বেলাল হোসেন তার নির্বাচনী প্রতীক “উট পাখির” সমর্থনে তুমুল প্রচারণা চালাচ্ছেন। রোববার বিকেলে খান বাড়ী এলাকায় স্থানীয় শতাধিক নারী-পুরুষদের নিয়ে উঠান বৈঠক করেছেন মো. বেলাল হোসেন।

এতে মো. শফিকের সভাপতিত্বে ও মো. আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন- কাউন্সিলর প্রার্থী মো. বেলাল হোসেন, মো. আবুল কালাম, ইসমাঈল হোসেন জয়নাল, আবুল কালাম ফরাজি, শিউলি খানম, তবলছড়ি বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দীন, মো. হারুন রশিদ, মো. নাজিম। এসময় বেলাল বলেন- আমার ব্যক্তিগত ব্যবসায় প্রতিষ্ঠান দিয়েই আমি আল্লাহর অশেষ রহমতে ভালোভাবেই চলছি। তাই আমি নির্বাচিত হলে সরকারিভাবে আসা সাহায্য-সহযোগিতা ইনশাআল্লাহ ব্যক্তিগতভাবে আমার প্রয়োজন হবেনা এবং আপনাদের মাঝে সুষম বন্টন করব।