॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটি পৌরসভা নির্বাচনে ৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রবি মোহন চাকমা বাড়ি বাড়ি গিয়ে তার নির্বাচনী প্রতীক ‘উট পাখির’ প্রচার-প্রচারণায় করছেন। রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভেদভেদী, মোনতলা, মোন আদাম, শিমুলতলী, নতুন পাড়া, রূপনগর সহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণের মাধ্যমে জনসংযোগ করেন।
প্রচারণার সময় বিজয় কুমার কার্বারী, শিক্ষক সোনাধন চাকমা, মোঃ কাজ্বী নুরুল আমিন, বিরেন্দ্র চাকমা, মালাবী চাকমা, দেব চাকমা, অভিলাস চাকমা, সোনা রতন চাকমা, ম্যানসন চাকমা, মোঃ কাউছার, মোঃ ফারুক, মোঃ নুরুল আবছার, মোঃ আলমগীর, মোঃ নুরুল ইসলামসহ অসংখ্য কর্মী-সমর্থকদের নিয়ে প্রচার প্রচারণা চালিয়েছেন।
এসময় তিনি বলেন- গত ৫বছর জাতী-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা দিয়েছি। এতে আমি আশাবাদী যে আগামীতেও ৬নং ওয়ার্ডের জনগণ আমাকে নির্বাচিত করে তাদের সেবা করার সুযোগ দিবে। আর প্রচারণায় এসে আমি ভালো সাড়া পাচ্ছি।