কাচালংয়ে অগ্নিক্ষতিগ্রস্থদের মাঝে জেলা প্রশাসনের ত্রাণ

322

p......6

স্টাফ রিপোর্টার, ২৭ জানুয়ারি ২০১৬, দৈনিক রাঙামাটি : বাঘাইছড়ির কাচালং বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়িয়েছে রাঙামাটি জেলা প্রশাসন। অগ্নি দূর্ঘটনার পর ইতোপূর্বে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে মহিলা এমপির প্রতিনিধির মাধ্যমে বিশ কেজি করে চাউল প্রদান করেছিলো রাঙামাটি জেলা প্রশাসন। পরবর্তীতে ক্ষতিগ্রস্থদের তালিকা করে বুধবার ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে প্রাপ্ত ত্রাণ বিতরণ করা হয়।  ক্ষতিগ্রস্থ ৩৭টি পরিবারের মাঝে জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা মো: মফিদুল আলম পরিবার প্রতি ৬ হাজার টাকা ও দুই বান্ডেল করে ঢেউটিন বিতরণ করেন। এসময় পৌরসভার প্যানেল মেয়র আব্দুর শুক্কুর মিয়া, রাঙামাটি জেলা আওয়ামী লীগের সদস্য জাফর আলী খান, উপজেলা যুবলীগের সভাপতি মো: শাহরিয়ার হোসেন এছারাও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এরআগে আগুনের ঘটনার পরপরই রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের মাঝে পরিবার প্রতি বিশ কেজি করে চাউল প্রদান করা হয়েছিলো। উল্লেখ্য, গত বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে বারোটার সময় উপজেলা সদরস্থ কাচালং বাজারে আকস্মিক অগ্নিকান্ডে ৪১টি বসতঘর সম্পূর্ন পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয়রা জানিয়েছে, রাতে সবাই যখন ঘুমে আচ্ছন্ন এসময় পৌনে বারোটার সময় জনৈক দুলালের বসত ঘর থেকে আকস্মিকভাবে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। এসময় আশে-পাশে প্রয়োজনীয় পানির ব্যবস্থা না থাকায় প্রায় দুই ঘন্টাব্যাপী জ্বলা আগুনে ৪১টি বসত ঘর সম্পূর্ন পুড়ে ছাই হয়ে। এতে করে নিঃস্ব হয়ে যায় ৩৭টি পরিবার। ক্ষতিগ্রস্থদের দাবি আগুনে তাদের অন্তত দুই কোটি টাকার মতো ক্ষতি হয়েছে।

পোস্ট- শামীমুল আহসান, ঢাকা ব্যুরোপ্রধান