কাটাছড়ি এলাকায় সংরক্ষিত আসনের প্রার্থী মনিকার প্রচারণা

429

॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙাামটি পৌরসভা নির্বাচনে ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর প্রার্থী মনিকা বেগম তার নির্বাচনী প্রতীক ‘হারমোনিয়াম’ এর প্রচারণায় তুমুল প্রচার প্রচারণা চালাচ্ছেন। বুধবার (৩ ফেব্রুয়ারি) দিনব্যাপি এই কাউন্সিলর প্রার্থী ৯নং ৗযার্ডের কাটাছড়ি নীচ পাড়া, মোষ মারা, মৈত্রী পাড়া, নোয়াদম পাড়া, কলেজ গেইট ও মন্ত্রী পাড়ায় শতাধিক কর্মী-সমর্থকদের নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়ার মাধ্যমে প্রচার প্রচারণা ও উঠান বৈঠক করেছেন।

এতে মোষ মাড়ায় চন্দ্রসুর কার্বারীর সভাপতিত্বে এলাকার গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে উঠান বৈঠক করেন এছাড়াও তিনি কাটাছড়ি নীচ পাড়ায় গন্যমান্য ব্যক্তিদের নিয়ে উঠান বৈঠক করেন। এরপর নোয়াদাম পাড়ায় তিনি সন্তোস কুমার চাকমা কার্বারির সভাপতিত্বে উঠান বৈঠক করেন।

এসময় সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শ্যামল চৌধুরী, মো. ইসমাঈল, সুজন ভূইয়া, আবু তাহের, ফারুক, নাজনীন, মাসুমা, রাশেদা সহ শতাধিক কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।

এসময় মনিকা আাক্তার বলেন, আমি কাটাছড়ির বিভিন্ন এলাকায় উঠান বৈঠকে এলাকার মানুষদের কাছ থেকে তাদের দুঃখ দুর্দশার কথা শুনেছি এবং তা সমাধানে তাৎক্ষণিক বিহার ও শ্মশানের ঘর নির্মাণে ব্যক্তিগত তহবিল থেকে ২বান করে ৪বান টিন প্রদান এবং ক্লাব নির্মাণে সহযোগিতা করার আশ্বাস দিয়েছি। আর আমি নির্বাচিত হলে এলাকার লাইটিং, রাস্তা সংস্কার ও সিড়ি যেখানে প্রয়োজন সেখানে নির্মানের ব্যবস্থা করব। এছাড়াও সরকারি ভাতা যারা পাচ্ছে না তাদের ভাতা পাওয়ার ব্যবস্থা আমি নির্বাচিত হই বা না হই অবশ্যই করে দিব।