কাঠালতলী সমাজ কল্যাণ উন্নয়ন পরিষদের উদ্যোগে ডাস্টবিন বিতরণ

132

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটি জেলা শহরের কাঠালতলী সমাজ কল্যাণ উন্নয়ন পরিষদের উদ্যোগে ও রাঙামাটি পৌরসভার সহযোগিতায় এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ডাস্টবিন বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন- পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী।

এসময় ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র মো. জামাল উদ্দিন, কাঠালতলী সমাজ কল্যাণ উন্নয়ন পরিষদের সভাপতি মো. হারুন আল রশিদ, সহ-সভাপতি আশুতোষ বড়–য়া, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিনসহ পরিষদের অন্যান্য সদস্য ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

উদ্বোধনের পর বাড়ি বাড়ি গিয়ে ডাস্টবিন পৌছে দেওয়ার পাশাপাশি বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।
ষাটের দশকে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র চালু হওয়ার পর থেকেই কাঠালতলীতে মানুষের বসবাস শুরু হয়। সময়ের সাথে সাথে মানুষের সংখ্যা বাড়লেও এখানে কোন সমাজ উন্নয়ন কমিটি ছিলোনা। অবশেষে ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. জামাল উদ্দিনের ঐকান্তিক প্রচেষ্টায় কাঠালতলী সমাজ কল্যাণ উন্নয়ন পরিষদ গঠন করে ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।