॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
কাঠ পোঁড়ানোর দায়ে খাগড়াছড়ির দুই ইটভাটায় জরিমানা জেলা প্রশাসন পরিচালিত অভিযানে দায়িত্বরত ম্যাজিস্ট্রেট। খাগড়াছড়ি জেলা সদরের কমলছড়ির দুই ইট ভাটায় এ অভিযান করা হয়। সোমবার (৪ঠা ডিসেম্বর ২০২৩) সকালে অভিযানে অবৈধ ভাবে জ¦ালানি হিসেবে বনের কাঠ পোঁড়ানোর দায়ের দুই ইটভাটার মালিককে প্রতিজনকে ৫০ হাজার টাকা করে দু’জনকে ১ লক্ষ টাকা অর্থ দ- দেওয়া হয়।
অভিযানের সত্যতা নিশ্চিত করেছে খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান। তিনি জানান, ইটভাটায় জ¦ালানি হিসেবে কাঠ পোঁড়ানোর ফলে দুই ইটভাটাকে সংশ্লিষ্ট ধারায় জরিমানা করা হয়েছে। এ ধারা অব্যাহত থাকবেও তিনি জানান।
এ সময় জব্দ করা হয় কাঠ। জব্দকৃত এসব কাঠ স্থানীয় জনপ্রতিনিধির জিম্মায় রেখে নিলামের মাধ্যমে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান সূত্র।