কাপ্তাইতে সবুজ সার নিয়ে কৃষি মাঠ দিবস পালন

557

॥ কাপ্তাই প্রতিনিধি ॥ কাপ্তাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উদ্যোগে ওয়াগ্গা ইউনিয়নের মুরালী পাড়া ব্লকে খরিপ মৌসুমে মাটির স্বাস্থ’্য সুরক্ষার প্রণোদনা চাষীদের মাঝে ধৈঞ্চা চাষের মাধ্যমে সবুজ সার উৎপাদন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়। কাপ্তাই উপজেলা কৃষি অফিসার টিপু সুলতান স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারিকুল আলম। বক্তব্য রাখেন, উপ-কৃষি কর্মকর্তা ইকবাল হোসেন, নবনির্বাচিত ইউপি সদস্য অংসাপ্র মারমা, প্রাক্তন ইউপি সদস্য আপাই মারমা, ওয়াগ্গা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ফুলাচিং মারমা ও সাংবাদিক কাজী মোশাররফ হোসেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মংসৃইপ্রু মারমা। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারিকুল আলম বলেন, খেত খামারে অবিরাম রাসায়নীক সার প্রয়োগ করায় জমির উর্বরতা দিন দিন হ্রাস পাচ্ছে। এভাবে চলতে থাকলে অদুর অবিষ্যতে জমিতে ফসল উৎপাদন কঠিন হয়ে পড়বে। অনুষ্ঠানে কিভাবে ধৈঞ্চা চাষ করে ঐ ধৈঞ্চা মাটিতে মিশিয়ে পরিবেশ উপযোগী  সবুজ সার উৎপাদন করা যায় এই বিয়য়ে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে দেখানো হয়।