॥ কাপ্তাই প্রতিনিধি ॥
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩-এ কাপ্তাই উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হয়েছেন শিক্ষক লিটন চন্দ্র দেব। কাপ্তাই উপজেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক কমিটি বিভিন্ন ক্যাটাগরিতে এ শ্রেষ্ঠত্ব নির্বাচন করেন। লিটন চন্দ্র দেব হরিণছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব কর্মরত আছে।
তিনি ২০১৮ সালে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হয়ে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করেন। স্কাউটের জনক ব্যাডেন পাওয়েল এর মন্ত্রে দীক্ষিত হয়ে কাব শাখায় কাব লিডার বেসিক, এডভান্সড, স্কীল কোর্স সমাপ্ত করে উডব্যাজার ও সিএএলটি সম্পন্ন করেন। এছাড়া তিনি ২০২২ সালে ফেব্রুয়ারি মাসে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, মৌচাক, গাজীপুর হতে সহকারি লিডার ট্রেনার কোর্স সম্পন্ন করেন।