॥ কাপ্তাই প্রতিনিধি ॥
দীর্ঘ ১১দিন টানা বর্ষণে আশ্রয় কেন্দ্রের অবস্থান নেয়া লোকজন নিজ ঘরে ফিরে গেছে। মঙ্গলবার (১৫আগস্ট) দুপুর ১টায় কাপ্তাই উচচ বিদ্যালয়ে আশ্রয় কেন্দ্রের ৮টি কক্ষ কাপ্তাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কর্মীরা পানি দিয়ে পরিস্কার করে দেয়। কাপ্তাই ৪নং ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ জানান তার ইউনিয়নে পাহাড় ধসে থাকা ৮৫পরিবার লোকসংখ্যা ৪৩৩জনকে উপজেলা প্রশাসনসহ দীর্ঘ ১১দিন যাবৎ কাপ্তাই উচচ বিদ্যালয়ে আশ্রায় কেন্দ্রে হিসাবে আশ্রয় দেয়া হয়। এবং সেই আশ্রয় কেন্দ্রে লোকদের নিয়মিত খাওয়া ও নিরাপদে থাকার ব্যবস্থা করে।আবহাওয়া ভাল থাকায় বেশির ভাগ লোকজন নিজ নিজ ঘরে ফিরে যায়।এবং সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ৫টি পরিবার আশ্রয় কেন্দ্রে রয়ে যায়।এদিকে শিক্ষার্থীদের ক্লাশ নেওয়ার জন্য স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীদের ডেকে এনে দুর্গন্ধ ৮টি কক্ষকে প্রশাসের পরামর্শ অনুযায়ী পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। কাপ্তাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা শাহাদত হোসেন ও লিডার কাইয়ুম জানান দূর্যোগকালীন আমরা ছিলাম। ইউপি চেয়ারম্যানের পরামর্শে শিক্ষার্থীদের ক্লাশ নেয়ার পরিবেশ সৃষ্টির লক্ষ্য আমরা আশ্রয় কেন্দ্রের ৮টি কক্ষ পানি ছিটিয়ে পরিস্কার পরিচ্ছন্ন করে দেই। এসময় কাপ্তাই উপজেলা আ’লীগ সহ-সভাপতি কাজী মাকসুদুর রহমান বাবুল,কাপ্তাই উচচ বিদ্যালয় প্রধান শিক্ষক মাহাবুব হাসান বাবু ও কাপ্তাই প্রেসক্লাবের সাবেক সভাপতি কবির হোসেন উপস্থিত ছিলেন।