কাপ্তাইয়ে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত ॥ জরিমানা ৩০ হাজার

110

॥ কাপ্তাই প্রতিনিধি ॥

কাপ্তাইয়ে আইন লঙ্ঘনের দায়ে ইটভাটাকে জরিমানা করা হয়েছে ৩০ হাজার টাকা। বুধবার (২১জুন) বিকাল ৪ টায় উপজেলার ২নম্বর রাইখালী ইউনিয়ন ভালুকিয়ায় ইট ভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালোনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মারজান হোসাইন।

অবৈধভাবে ইটভাটা পরিচালোনা ও মহামান্য হাইকোর্টের নির্দেশ অমান্য করায় তাদের এ জরিমানা করা হয়। আদালত তাৎক্ষণিকভাবে ৩০হাজার টাকা জরিমানা আদায় করার পাশাপাশি অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ দেন। সেখানে লাল রঙের সাইন বোর্ড টানিয়ে দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, মহামান্য হাইকোর্টের নির্দেশ অমান্য করায় সংশ্লিষ্ট ইটভাটা কর্তৃপক্ষকে ইটপ্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ৪ ধারা লঙ্গনের অপরাধে এই জরিমানা করা হয়েছে। এছাড়া অবৈধ ইটভাটাটি বন্ধে নোটিশ জারী করা হয়েছে।

অভিযান পরিচালনাকালে চন্দ্রঘোনা থানার পুলিশ সদস্যরাসহ স্থানীয় জনপ্রতিনিধিরা ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করে।