কাপ্তাইয়ে “একটি অম্লান নক্ষত্র” স্মরণিকার মোড়ক উন্মোচন

78

॥ কাপ্তাই প্রতিনিধি ॥

রাঙামাটির কাপ্তাই উপজেলার শিক্ষক মরহুম হাবিবুল হক শিক্ষকের স্মরণে “একটি অম্লান নক্ষত্র” স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়েছে। বুধবার সকাল ১১টায় কাপ্তাই উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ কিন্নরীতে স্কাউটস’র প্রাক্তন সাধারণ সম্পাদক ও কাপ্তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মরহুম মুহাম্মদ হাবিবুল হক (এলটি) স্মরণে স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মচনে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সৈয়দা ফারহানা পৃথা।

কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের উপ-ব্যবস্থাপক সাইফুর রহমানের সভাপতিত্বে এবং কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কাজী মোশাররফ হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ও স্কাউটস সম্পাদক মাহাবুব হাসান।

এসময় বক্তব্য রাখেন কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, চট্টগ্রাম বিদ্যুৎ কেন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ নুরুল কবির করিমী, কেপিএম স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ আফরোজা আক্তার নুর, বড়ইছড়ি কর্ণফুলী কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়–য়া, কাপ্তাই শহীদ শামসুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হানিফ।

স্মরণিকাটি সম্পাদন করেন মরহুম হাবিবুর রহমানের সহধর্মিণী নীলিমা আক্তার। এসময় কাপ্তাই উপজেলার সকল মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক ও কাপ্তাই প্রেসক্লাবের সাধারন সম্পাদক ঝুলন দত্ত উপস্থিত ছিলেন।