॥ কাপ্তাই প্রতিনিধি ॥
কাপ্তাইয়ে কাজুবাদাম ও কফি চাষের উপর দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২অক্টোবর) কাজুবাদাম ও কফি গবেষণা উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় কাপ্তাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করে উপজেলা কৃষি অফিসার ইমরান আহমেদ। প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো.মহিউদ্দিন।
এসময় সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সঞ্জীব ঘোষসহ কৃষি বিভাগের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ও উপসহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে উপজেলার ৫ইউনিয়নে শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।