॥ কাপ্তাই প্রতিনিধি ॥
কাপ্তাই নতুনবাজার শাখায় পপুলার লাইফ ইনস্যুরেন্স কোঃলিঃ(ইসলামী বীমা তাকাফুল) প্রকল্পের কর্মী সভা ও মেয়াদোত্তীর্ণ চেক বিতরণ করা হয়েছে। শনিবার (২৮অক্টোবর) বেলা ১২টায় কাপ্তাই নতুনবাজার শাখায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করে কাপ্তাই শাখার ইনচার্জ মো.দিদারুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন পপুলার লাইফ ইনস্যুরেন্স কোঃলিঃ ডিএমডি হাবিবুর রহমান(ঢাকা)। বিশেষ অতিথি ছিলেন ইসলামী বীমা তাকাফুল প্রকল্প পরিচালক মো.মাসুদ(চট্রগ্রাম), প্রকল্প পরিচালক মো.বেলাল উদ্দিন।স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই শাখার ডিজিএম কবির হোসেন, তোফাজ্জল হোসেন, উষাচিং(মাঠ কর্মী), মরিয়ম ও আমেনা বেগম। প্রধান অতিথি বলেন নতুন বীমা, তামাধী উত্তোলনসহ মাঠ পর্যায়ে কর্মীরা আরোও দ্বীগুন উৎসহকারে কাজ করার আহবান জানান। পরে ৭জন গ্রাহকের মেয়াদোত্তীর্ণ ৪লাখ বিশ হাজার টাকার চেক বিতরণ করা হয়।