॥ কাপ্তাই প্রতিনিধি ॥
কাপ্তাইয়ে নিরাপদ খাদ্য’র অভিযান।সন্দেহ হওয়ায় রঙ মেশানো প্রাণ ললীপপ জব্দ করা হয়। শনিবার (১৮নভেম্বর) সকাল ১১টায় কাপ্তাইয়ের কেপিএম বারঘোনা এলাকায় নিরাপদ খাদ্য পরিদর্শক মো.ইলিয়াছ কয়েকটি দোকান পরিদর্শন করেছে। দোকান পরিদর্শন কালে মালামাল মেয়াদোত্তীর্ণ কিনা বা ভেজাল আছে কিনা তা দেখেন।
এসময় রঙ মিশানো প্রাণ ললীপপ সন্দেহ লাগায় তা ল্যাবে পরীক্ষা করার জন্য নেয়া হয়। নিরাপদ খাদ্য পরিদর্শক জানান রুটিন অনুযায়ী আমরা বাজার পরিদর্শন করি।এবং সন্দেহ হওয়ায় রঙ মেশানো বেশ কিছু প্রাণ ললীপপ জব্দ করি ল্যাবে পরীক্ষা জন্য।ভেজাল পাওয়া গেলে খাদ্য আইনে ব্যবস্থা নেয়া হবে।