কাপ্তাইয়ে পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার

97

॥ কাপ্তাই প্রতিনিধি ॥

কাপ্তাই থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানাভুক্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে কাপ্তাই থানা। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকালে ১০টায় কাপ্তাই থানার পুলিশ এএসআই লিটন মিয়া সঙ্গীয় ফোর্সসহ চন্দ্রঘোনা কয়লার ডিপু এলাকা হতে আসামি মো. আনোয়ার হোসেনকে (৩৬) গ্রেপ্তার করে। আসামি চন্দ্রঘোনা কয়লার ডিপু এলাকার মো.ইউনুছ মিয়ার ছেলে।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আবুল কালাম (ওসি) জানান, রাঙামাটি পুলিশ সুপার ও কাপ্তাই সার্কেলের নির্দেশনায় বিশেষ অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার করা হয়।পরে আসামিকে দ্রুত রাঙামাটি জেল হাজতে প্রেরণ করা হয়।