কাপ্তাইয়ে মারমা ভাষার উপর সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

121

॥ কাপ্তাই প্রতিনিধি ॥

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে কাপ্তাইয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মারমা ভাষা প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। সোমবার (১০জুলাই২৩) উপজেলা শিক্ষা বিভাগের আয়োজনে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর (মারমা) শিক্ষকদের নিয়ে ৭ দিনব্যাপী মাতৃভাষার (মারমা) প্রশিক্ষণ কর্মশালা কাপ্তাই উপজেলা রিসোর্স সেন্টারে শুরু হয়েছে। এতে সভাপতিত্ব করে ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার আশীষ কুমার আচার্য্য। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষণ উদ্বোধন করেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী।

প্রধান অতিথি বলেন সঠিক সংরক্ষণ এবং নিয়মিত চর্চার না করার ফলে পৃথিবীতে এমনকি বাংলাদেশেও অনেক ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর ভাষা লুপ্ত হতে চলেছে। তাই ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর শিক্ষকদেরকে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে ভাষা এবং বর্ণমালার সঠিক ব্যবহার ছড়িয়ে দিতে হবে। প্রশিক্ষণে ২৮ টি প্রাথমিক বিদ্যালয়ের ৩০ জন মারমা শিক্ষক অংশ নিচ্ছেন।