কাপ্তাইয়ে সাজাপ্রাপ্ত ও পরোয়ানা ভুক্ত ৫ আসামী গ্রেফতার

95

॥ কাপ্তাই প্রতিনিধি ॥

কাপ্তাই থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত পলাতক ৫ জন আসামীকে গ্রেফতার করেছে। শুক্রবার (৮মার্চ) দিনব্যাপী এই অভিযান চালিয়ে ওই আসামীদের গ্রেফতার করা হয়। আটককৃতদের রাঙামাটির আদালতে প্রেরণ করা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম (ওসি) নির্দেশে ঘটনারদিন থানার এসআই আল আমীন, এসআই স্বরুপ কান্তি ও সঙ্গীয় ফোর্স উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় জিআর মামলার সাজাপ্রাপ্ত ও নন জিআর মামলা নং-৪১৫/১৭ এর পরোয়ানা ভুক্ত পলাতক আসামী কাজল বেগম প্রকাশ কাজলী(২৩), স্বামী- মিজানুর রহমান, সাং- মিশন এলাকা, কাপ্তাই থানার মামলা নং-১, তারিখ-৬/১/০২ এর পরোয়ানা ভুক্ত পলাতক আসামী আব্দুর রহমান কালু(২১), পিতা- কাজল ভান্ডারী, সাং- ঢাকাইয়া কলোনী, বন মামলা নং-১৯/১৬ এর গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী মোঃ বাদশা মিয়া(৪০), পিতা- মৃত মনির আহম্মদ, সাং- মোনাফের টিলা, মদের টিলা, নন জিআর মামলা নং- ৬২/২৩ এর পরোয়ানা ভুক্ত আসামী কালোমনি তালুকদার, পিতা- মৃত চন্দ্রমোহন তালুকদার এবং নন জিআর মামলা নং-৬২/২৩ এর গ্রেফতারী পরোয়ানা ভুক্ত পলাতক আসামী টুম্পা তালুকদার, পিতা- কালোমনি তালুকদার, উভয় সাং- বারঘোনিয়া, থানা-কাপ্তাই, জেলা- রাঙামাটি’ কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান।