কাপ্তাইয়ের কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে ইউনিসেফের প্রতিনিধি দল

346

॥ কাপ্তাই প্রতিনিধি ॥

কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের সাপছড়ি কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করলেন জাতিসংঘ সংস্থা ইউনিসেফ এর ৪ সদস্যের একটি প্রতিনিধি দল। সোমবার সকালে তারা পরিদর্শনে আসলে তাদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে স্বাগত জানান, কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শাহনেওয়াজ হাসান ও রাঙামাটি ইউনিসেফ এর মা ও শিশু বিষয়ক কনসালটেন্ট ডাঃ উসিং মারমা।

এসময় বাংলাদেশে ইউনিসেফ কার্যালয়ের সিফোরডি সেকশনের প্রধান মিঃ ব্রিডগেট এডিডিও জন-জোহানসন এর নেতৃত্বে ৪ জনের একটি প্রতিনিধি দল সাপছড়ির কমিউনিটি ক্লিনিক ঘুরে দেখেন এবং সকলের সাথে মতবিনিময় করেন। পরে ইউনিসেফ এর অর্থায়নে পরিচালিত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চলমান কার্যক্রম পরিদর্শন করে প্রতিনিধি দলটি কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে যোগ দেন।