কাপ্তাই প্রতিনিধি
কাপ্তাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কর্ণফুলী পেপার মিলস (কেপিএম) স্কুল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান।
মঙ্গলবার তিনি উপজেলার ১নং চন্দ্রঘোনা ইউনিয়নে অবস্থিত উক্ত স্কুলটি পরিদর্শন করেন। এসময় কেপিএম স্কুলের অধ্যক্ষ রহিমা আক্তার রোজী সহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালীন সময়ে কাপ্তাই ইউএনও মুনতাসির জাহান কেপিএম স্কুলের সার্বিক শিক্ষা কার্যক্রমের বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন। এবং শ্রেণীকক্ষে গিয়ে শিক্ষার্থীদের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নির্দেশনা প্রদান করেন।