কাপ্তাইয়ের চিৎমরমে ৮ মামলার পলাতক আসামি আটক

344

॥ কাপ্তাই প্রতিনিধি ॥
কাপ্তাইয়ের চিৎমরম বাজার এলাকায় অভিযান চালিয়ে শনিবার (১৯ই সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় মংজাইউ মারমা (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে চন্দ্রঘোনা থানা পুলিশ। আটককৃত ব্যক্তি ৭টি বন মামলা ও একটি ৬মাসের সাজাপ্রাপ্ত আসামি বলে জানায় পুলিশ।

চন্দ্রঘোনা থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহাদুর চৌধুরী জানান, থানার এসআই জাহাঙ্গীর আলম, এ.এসআই কল্যার বিশ্বাস সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে চিৎমরমের চোংড়াছড়ি পাড়ার মমবাতুডয়াই মারমা’র ছেলে মংজাইউ মারমাকে আটক করে। সে ৭টি বন মামলা ও একটি মামলার পরয়ানাভুক্ত পলাতক আসামি। শনিবারই তাকে রাঙামাটি আদালতে প্রেরণ করা হয়েছে।