কাপ্তাইয়ের দুই ইউনিয়নে পেল ইউএনডিপির ত্রাণ সহায়তা

314

॥ নূর হোসেন মামুন ॥
রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাই উপজেলার কাপ্তাই ও চিৎমরম ইউনিয়নের ৬’শতাধিক অসহায়, দরিদ্র পরিবারের মাঝে করোনা পরিস্থিতি মোকাবেলায় ২য় পর্যায়ে আবারও ত্রাণ সহায়তা বিতরণ করেছে বেসরকারি এনজিও সংস্থা ইউএনডিপি। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে কাপ্তাই ইউনিয়ন পরিষদে উক্ত ত্রাণ সহায়তা বিতরণের উদ্বোধন করেন কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ।

এসময় উপস্থিত ছিলেন, কাপ্তাই ইউএনডিপির প্রতিনিধি জয় খীসা, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মাকসুদুর রহমান বাবলু, উপজেলা ছাত্রলীগের সভাপতি এম. নূর উদ্দিন সুমন, কাপ্তাই ইউপি সদস্য সজিবুর রহমান, মো. মহিন উদ্দিন প্রমূখ