কাপ্তাইয়ের রাইখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১ ব্যক্তির মৃত্যু

335

|| কাপ্তাই প্রতিনিধি ||

কাপ্তাইয়ের রাইখালী ইউনিয়নে ৫নং ওয়ার্ডের হাতিমারা নামক এলাকায় নিজ ঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম শান্তিময় চাকমা (৬০)। সে হাতিমারা নামক এলাকার মৃত কালাওদা চাকমার ছেলে।

মঙ্গলবার (২০ জুলাই) দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে। রাইখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সায়ামং মারমা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রাইখালী ইউনিয়নে হাতিমারা নামক এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয় শান্তিময় চাকমা নামের এক ব্যাক্তির মৃত্যু হয়েছে বলে তিনি খবর পেয়েছেন।

এদিকে চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা গেছেন এবং তদন্ত করে পর্যায়ক্রমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।