কাপ্তাইয়ের রাইখালী শ্রী শ্রী ত্রিপুরা সুন্দরী কালি বাড়ীতে শিব মন্দিরের উদ্বোধন

442

|| অর্ণব মল্লিক, কাপ্তাই ||

কাপ্তাই উপজেলার শতবর্ষী ঐতিহ্যবাহী শ্রী শ্রী ত্রিপুরা সুন্দরী কালি বাড়ীতে মূল মন্দিরের পশ্চিম পাশে নতুন শিব মন্দিরের উদ্বোধন এবং শিব লিঙ্গের প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে। শুক্রবার( ১১ জুন) সকাল হতে নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যদিয়ে নতুন শিব মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করা হয়।

এসময় কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার ভট্টাচার্য, উপদেষ্টা বাবুল কান্তি দে, কেপিএম কয়লার ডিপু হরি মন্দির পরিচালনা কমিটির সভাপতি কেপিএম লিমিটেডের জিএম (এমটিএস) প্রকৌশলী স্বপন কুমার সরকার, কাপ্তাই উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহঃ প্রকৌশলী লিমন চন্দ্র বর্মন, কেপিএম কয়লার ডিপু হরি মন্দিরে সাধারণ সম্পাদক তপন কুমার মল্লিক, কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক অজয় কুমার সেন , কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক বাবলু বিশ্বাস অমিত, অর্থ সম্পাদক উত্তম মল্লিক, ১১ নং চন্দ্রঘোনা – কদমতলী ইউনিয়ন পুজা উদযাপন কমিটির সভাপতি মাস্টার অমলেন্দু ধর, রাইখালী ত্রিপুরা সুন্দরী কালি মন্দিরের সভাপতি মিলন কান্তি দে, সাধারণ সম্পাদক টিটু কান্তি দেবসহ মন্দির পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।