কাপ্তাইয়ের লোকালয়ে আসা ৮ ফুট দৈর্ঘের অজগর অবমুক্ত

479

॥ কাপ্তাই প্রতিনিধি ॥
কাপ্তাইয়ের জাতীয় উদ্যানের রাম পাহাড়ে সোমবার (২ নভেম্বর) বেলা দেড়টায় ৮ ফুট দৈর্ঘের একটি অজগর সাপ অবমুক্ত করেছে বন বিভাগ। এর আগে খাদ্য সংকটে লোকালয়ে এলে কাপ্তাইয়ের ওয়াগ্গাছড়া ৪১বিজিবি এলাকা থেকে উদ্ধার করা হয় অজগর সাপটিকে।

অবমুক্তকালীন সময়ে উপস্থিত ছিলেন, কাপ্তাই বন বিভাগের রেঞ্জার এস. এম মাহাবুব উল আলম, রাম পাহাড় বিটের বিট কর্মকর্তা শহীদুল ইসলাম, বন কর্মী জয়নাল আবেদীন সহ আরও অনেকে।

কাপ্তাই বনবিভাগের রেঞ্জার মাহাবুব আলম জানান, সকালে বিজিবি ক্যাম্প এলাকা থেকে অজগর সাপটি উদ্ধার করা হয়। পরে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুজ্জামান শাহ এর নির্দেশে সাপটি রাম পাহাড়ে অবমুক্ত করা হয়। সাপটি ৮ফুট দৈর্ঘের।

বন্যপ্রাণীর খাদ্য ব্যবস্থায় বন বিভাগকে কোন বরাদ্ধ না আগ্রহ থাকলেও উদ্যোগ নিতে ব্যার্থ হওয়ার কথা জানান কাপ্তাই বন বিভাগের রেঞ্জার এস. এম মাহাবুব উল আলম। গত ১বছরে লোকালয়ে আসা ৩০টি অজগরকে রাম পাহাড়ে অবমুক্ত করেছে বনবিভাগ।