কাপ্তাইয়ে আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

389

|| কাপ্তাই প্রতিনিধি ||

বাংলাদেশ আওয়ামী লীগ এর ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাপ্তাইয়ে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল এবং কেক কাটার মাধ্যমে উদযাপন করা হয়েছে। বুধবার সকালে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তন উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা এবং দোয়া মাহফিল আয়োজন করা হয়।

কাপ্তাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য অংসুই ছাইন চৌধুরীর সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহীম খলিল এর সঞ্চালনায় আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মফিজুল হক, শ্রমবিষয়ক সম্পাদক মো. হানিফ বাবুল, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দীপ্তিময় তালুকদার, সহ-সভাপতি প্রকৌশলী মোঃ আব্দুল লতিফ, বির্দশন বড়ুয়া, সহ-সভাপতি কাজী মাকসুদুর রহমান বাবুল সহ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন । এর আগে উপজেলা পরিষদ সম্প্রসারিত ভবনের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও ১মিনিট নিরবতা পালন করা হয়।