॥ কাপ্তাই প্রতিনিধি ॥
কাপ্তাই নতুন বাজার এবং জেটিঘাট এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ১৭টি মামলায় ৯ হাজার ২’শ টাকা জরিমানা আদায় করা হয়েছে। শনিবার (২৬ জুন) বিকেল সাড়ে ৩টা হতে সাড়ে ৫টা পর্যন্ত কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী হাকিম মুনতাসির জাহান এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এসময় তিনি বাজারে মেয়াদ উত্ত্বীর্ণ পন্য রাখার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারা মোতাবেক এক ব্যবসায়ীকে ৪ হাজার টাকা, সরকারি আদেশ অমান্য করে কাপ্তাইয়ে প্রবেশ করায় ৯ পর্যটককে দন্ডবিধি ২৬৯ ধারা মোতাবেক ৯টি মামলায় ১৮শ টাকা জরিমানা এবং সড়ক পরিবহন আইনে ৭টি মামলায় ৩ হাজার ৪শত টাকাসহ সর্বমোট ১৭টি মামলায় ৯ হাজার ২শ টাকা জরিমানা আদায় করেন।
এছাড়া তিনি পথচারীদের মধ্যে মাস্ক বিতরণ করেন এবং করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করেন। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অফিস সুপার সিরাজুল ইসলাম এবং থানা পুলিশ সদস্যরা ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।