কাপ্তাইয়ে এতিমখানা ও বিহারে ছাত্রলীগের খাদ্য সহায়তা

402

॥ কাপ্তাই প্রতিনিধি ॥
কাপ্তাইয়ের প্রজেক্ট এলাকাস্থ ফোরকানিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং চন্দ্রঘোনাস্থ কর্ণফুলী নালন্দা জ্ঞানশ্রী শিশু সদনের ছাত্রদের জন্য খাদ্য সহায়তা দিয়েছে কাপ্তাই উপজেলা ছাত্রলীগ।

বুধবার (১ জুলাই) সকালে বিহার, মাদ্রাসা ও এতিমখানার পরিচালকদের হাতে খাদ্য সহায়তা তুলে দেন, কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সভাপতি এম. নূর উদ্দিন সুমন। এসময় খাদ্য সহায়তা হিসেবে প্রদান করা হয়, চাউল, ডাউল, আলু, লবন, তৈল, পিয়াজ, রসুন, হলুদের গুড়া, মরিচের গুড়া, ডেটল সাবান সহ নিত্য প্রয়োজনীয় আরও অনেক দ্রব্যসামগ্রী।

এসময় উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মো. আল আমিন, কর্ণফুলী সরকারি ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক মাকসুদুর রহমান মামুন, কাপ্তাই ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক মামুনুর রশিদ সহ ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ।