॥ কাপ্তাই প্রতিনিধি ॥
কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে এলজিএসপি-৩ এর অর্থায়নে পিডিবি হাসপাতালের সম্মুখে যাত্রী ছাউনী, দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে কাপ্তাই প্রকল্প এলাকার ব্রিক ফিল্ড সাম্পান ঘাট হতে ব্রিক ফিল্ড মন্দির পর্যন্ত ৬’শ মিটার রাস্তা নির্মান কাজ উদ্বোধন করা হয়েছে। কাপ্তাই ইউপির উদ্যোগে নিউমার্কেট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ, টিফিন বক্স ও পানির বোতল বিতরণ করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব প্রকল্পের উদ্বোধন এবং শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হান্নান, কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের সহকারী পরিচালক (নিরাপত্তা) মো. জসিম উদ্দিন, কাপ্তাই ইউনিয়ন এলজিএসপির প্রকল্পের সভাপতি ও ইউপি সদস্য মহিন উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি এম. নুর উদ্দিন সুমন সহ আরও অনেকে।