॥ এম নাজিম উদ্দীন ॥
সারাদেশের ন্যায় রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলায় বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর )হতে শুরু হয়েছে খোলা বাজারে ভর্তুকিমূল্যে চাল বিক্রি কার্যক্রম। কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের সাক্রাছড়িতে এই বিশেষ ওএমএস কার্যক্রমের উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
প্রতিকেজি ৩০ টাকা দরে মাথাপিছু ৫ কেজি করে চাল কেনা যাবে বলে জানান কাপ্তাই উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিপু চন্দ্র দাশ। তিনি জানান, সপ্তাহের শুক্র ও শনিবার ছাড়া বাকি ৫ দিন অর্থাৎ মাসে ২২ দিন এই চাল বিক্রি করা হবে। প্রতিটি ইউনিয়নে সরকার কর্তৃক নির্ধারিত ডিলারের মাধ্যমে ওএমএস’র চাল বিক্রি হবে। টিসিবি কার্ডধারীগণ কার্ড প্রদর্শন করে অগ্রাধিকার ভিত্তিতে এই চাল কিনতে পারবেন। তিনি আরও জানান, কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়ন ও রাইখালী ইউনিয়ননে মোট ৮শ’ জন উপকারভোগী এই সুবিধা পাচ্ছেন। পর্যায়ক্রমে সব ইউনিয়নে এই কার্যক্রম চলমান থাকবে বলে তিনি জানান।
ওএমএস উদ্বোধনকালে এমপির সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী,খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো.হাবিবুর রহমান হোসাইনি, রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুই ছাইন চৌধুরী ও দীপ্তিময় তালুকদার, কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.মফিজুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, কাপ্তাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.নাছির উদ্দীন,কাপ্তাই থানার ওসি জসিম উদ্দিন, রাঙামাটি জেলা খাদ্য কর্মকর্তা কানিজ জাহান বিন্দু, কাপ্তাই উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিপু চন্দ্র দাশ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তরুণ প্রকাশ চাকমা, ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরনজীত তনচংগ্যাসহ ইউনিয়ন পরিষদের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।