কাপ্তাইয়ে করোনা নিয়ে সচেতনতামূলক প্রচারনা

386

॥ কাপ্তাই প্রতিনিধি ॥
কাপ্তাই উপজলোয় বড়ইছড়ি বাজারে হাটবাজার দিন সামাজিক দুরত্ব মেনে চলে কেনাকাটা করতে প্রচারনার চালিয়েছে বাজার কমিটি এবং যুব রেড ক্রিসেন্ট সদস্যরা।

বুধবার (১০ জুন) সকালে কাপ্তাইয়ের বড়ইছড়ি বাজারে বাজার কমিটির তত্ত্বাবধানে এই প্রচারনা চালানো হয়।

এসময় সপ্তাহিক বাজারে করোনা ভাইরাস সংক্রমণরোধে সকলকে সুশৃঙ্খল, নিরাপদ দুরত্ব এবং মুখে মাস্ক পড়ে বাজার করার জন্য বাজার কমিটির পক্ষ থেকে সচতেনমূলক প্রচারণা করা হয়। এসময় বাজার কমিটির প্রতিনিধি মোহাম্মদ রিয়াজুল আলম রনি এবং যুব রডে ক্রিসেন্ট কাপ্তাই উপজেলা ইউনিটের দলনেতা ওসমান গনি এই র্কাযক্রম পরিচালনা করনে।