কাপ্তাইয়ে করোনা বিষয়ক সচেতনতায় সড়ক প্রচারনা

388

|| অর্ণব মল্লিক, কাপ্তাই ||

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর উদ্যোগে কাপ্তাই উপজেলার নতুন বাজার, জেটিঘাট, বড়ইছড়ি বাজার, বারঘোনিয়া গেইট এবং রাইখালী বাজারে করোনা বিষয়ে সচেতনতামূলক সড়ক প্রচারণা করা হয়েছে। সোমবার (১৪ জুন) সকাল ১০টা হতে এ প্রচারণা চালানো হয়।

এইসময় করোনা সংক্রমনরোধে মাস্ক পরিধান, কিছুক্ষণ পর পর সাবান দিয়ে হাত পরিস্কার করা, ভীড় এড়িয়ে চলা, নূন্যতম ফুট সামাজিক দূরত্ব বজায় রাখা এবং করোনা আক্রান্ত রোগীদের কোয়ারান্টাইন সহ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য মিডিয়া টিভির মাধ্যমে প্রচার প্রচারণা চালানো হয়। এছাড়া নাটক, গণউদ্বুদ্ধকরণ সংগীত এবং লিফলেট বিতরণের মাধ্যমে জনগণকে সচেতন করা হয়।

এর আগে সকাল ১০ টায় কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা স্বাস্থ্য বিভাগের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক রনি। এতে কাপ্তাই স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার ডাঃ মোঃ ইসমাইল হোসেন, ডাঃ কামরুল হাসান, প্রজেক্টের মনিটরিং সুপারভাইজার রিপন আহমেদ, কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত উপস্থিত ছিলেন।