কাপ্তাইয়ে করোনা সংক্রমণ প্রতিরোধে রেড ক্রিসেন্ট’র জনসচেতনতামূলক প্রচারণা

336

|| কাপ্তাই প্রতিনিধি ||

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলা ইউনিটের স্বেচ্ছাসেবকরা মঙ্গলবার করোনা সংক্রমণ প্রতিরোধে কাপ্তাইয়ের বিভিন্ন এলাকায় জনসচেতনতমূলক প্রচারণা অভিযান পরিচালনা করেছে।

কাপ্তাই উপজেলা রেড ক্রিসেন্ট সোসাইটি ইউনিটের সেচ্ছাসেবক ওসমান গণি জানান, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহানের নির্দেশনায় রেড ক্রিসেন্ট এর সেচ্ছাসেবীরা করোনা ভাইরাসের সংক্রমণ রোধে কাপ্তাই উপজেলার নতুন বাজার এবং জেডিঘাট সংলগ্ন এলাকায় সতর্কতামূলক প্রচারণা করে।

এসময় সরকারি প্রজ্ঞাপন মোতাবেক মার্কেট, শপিংমল, পর্যটন কেন্দ্র বন্ধ এবং সকলকে অবশ্যই মাস্ক পরিধান, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য প্রচারণা চালানো হয়।