রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের ফেরিঘাট এলাকার কর্ণফুলি নদী থেকে কলেজ ছাত্রীর মরহেদ উদ্ধার করেছে স্থানীয়রা। রোববার রাতে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, মরদেহটি কাপ্তাই উপজেলার পূর্বকোদলার বড্ডর পাড়া এলাকার মং থোয়াই চিং মারমার মেয়ে সুইচিমু মারমা। তিনি চট্টগ্রাম হেলথ টেকনোলজি কলেজের অনার্স এর ছাত্রী।
পরিবার সূত্রে জানানো হয়, শনিবার দুপুরে ওই ইউনিয়নের মাঝিঘাট এলাকায় কর্ণফুলী নদীতে গোসল করতে নামলে সুইচিমু নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে রোববার রাত দশটায় কর্ণফুলী নদীতে তার মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই জানান, সুইচিমু খালার বাড়িতে বেড়াতে এসে কর্ণফুলী নদীতে গোসল করতে নামলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।