রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্যা ইউনিয়নের মুরালী পাড়ায় পাহাড় ও ভূমি ধসে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় বিভিন্ন পরিবারের প্রবাসে থাকা ব্যক্তিরা।
শনিবার সন্ধ্যায় মুরালি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিলনায়তনে ভূমি ধসে নিহত ৬পরিবারের সদস্যদের মাঝে নগদ ৫হাজার টাকা এবং ক্ষতিগ্রস্ত ৭পরিবারের মাঝে নগদ ৩হাজার টাকা করে প্রদান করা হয়।
ওই দিন প্রবাসিদের পক্ষ থেকে এসব অর্থ বিতরণ করেন, স্থানীয় ইউপি সদস্য অংচাই প্রু মারমাসহ প্রবাসিদের স্বজনরা। চলতি বছরের ১৩ জুন কাপ্তাই উপজেলায় পাহাড় ধসে ওই দিন ১৮ জনের প্রাণহানি এবং অনেক বাড়ি ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।