সম্প্রতি সময়ে পাহাড় ও ভূমি ধসে ক্ষতিগ্রস্থ কাপ্তাই উপজেলার ওয়াগ্যা ইউনিয়নের ৮ টি পরিবারের মাঝে সরকারের ত্রান ও পূর্নবাসন মন্ত্রনালয়ের পক্ষ হতে পরিবার প্রতি ২ বান্ডিল টেউ টিন এবং ৬ হাজার টাকা করে প্রদান করা হয়েছে।
সোমবার সকালে কাপ্তাই উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম উপস্থিত থেকে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে টিন এবং নগদ অর্থ তুলে দেন।
এসময় কাপ্তাই উপজেলা আ’ লীগের সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অংসুইসাইন চৌধুরী,মহিলা ভাইস চেয়ারম্যান নুরনাহার বেগম, ওয়াগ্যা ইউপি চেয়ারম্যান চিরঞ্জিত তঞ্চাঙ্গ্যা উপস্থিত ছিলেন।
নির্বাহী কর্মকর্তা জানান, ইতিমধ্যে ক্ষতিগ্রস্থ অনেক পরিবারের মাঝে ত্রান সামগ্রী এবং নগদ অর্থ প্রদান করা হয়েছে। এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।