কাপ্তাইয়ে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

409

॥ কাপ্তাই প্রতিনিধি ॥
কাপ্তাই উপজেলা ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) এর আয়োজনে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। ‘নীল অর্থনীতি এনে দিবে সমৃদ্ধি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (১১ই নভেম্বর) বিকালে কাপ্তাই ইউপি কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এর আগে ইউপি চত্তর থেকে একটি আনন্দ শোভযাত্রা বের হয়ে কাপ্তাই চট্টগ্রাম সড়ক ও নতুন বাজার এলাকা প্রদক্ষিণ শেষে ইউপি মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

কাপ্তাই উপজেলা আইডিইবি’র সভাপতি ও কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদার। আইডিইবি’র যুগ্ম সম্পাদক আব্দুল আলীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, কাপ্তাই প্রকৌশলী একাডেমীর উপ পরিচালক আবুল কালাম আজাদ। বক্তব্য রাখেন, ইঞ্জিনিয়ার জাহাঙ্গির আলমসহ আরও অনেকে।