স্থানীয় সরকার মন্ত্রনালয়ের অধীনে কাপ্তাই উপজেলার ৫ ইউপির ৪৯জন গ্রাম পুলিশের মাঝে রোববার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তন পোশাক বিতরন করা হয়।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাম পুলিশের মাঝে পোশাক বিতরন করেন কাপ্তাই উপজেলা চেয়ারম্যান মো. দিলদার হোসেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তনচংগা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নূর নাহার বেগম, কাপ্তাই থানা অফিসার ইনচার্জ সৈয়দ মোহাম্মদ নূর, কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী (বেবী), রাইখালী ইউপি চেয়ারম্যান বাবু সায়ামং মারমা, চিৎমরম ইউপি চেয়ারম্যান খাইসা অং মারমা, ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরঞ্জিত তঞ্চাঙ্গ্যা প্রমুখ।