কাপ্তাইয়ে গ্রাম পুলিশের মাঝে সাইকেল ও পোষাক বিতরণ

320

॥ কাপ্তাই প্রতিনিধি ॥

কাপ্তাইয়ে ৫০ গ্রাম পুলিশকে বাইসাইকেল ও পোষাক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। গ্রাম পুলিশদের সাইকেল ও পোষাক বিতরণ করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুুনতাসির জাহান।

এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কাপ্তাই থানা অফিসার ইনর্চাজ মোঃ নাসির উদ্দিন, চন্দ্রঘোনা থানার (ওসি তদন্ত) ইশতিয়াক হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মোঃ কবির হোসেন। কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার বলেন, সরকারের সকল নিয়ম কানুন মেনে কাজ আপনাদের করতে হবে। বাল্যবিবাহসহ বিভিন্ন অপরাধে সরকারকে সাহযোগিতা করতে হবে।