কাপ্তাইয়ে জাতীয় যুব দিবস ঘিরে আলোচনা ও ঋণ বিতরণ

309

॥ কাপ্তাই প্রতিনিধি ॥
কাপ্তাই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ‘মুজিব বর্ষের আহ্বান, যুব কর্মসংস্থান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১লা নভেম্বর) সকালে উপজেলা মিলনায়তনে আয়োজিত সভা শেষে ২জন যুবকের মাঝে ১লক্ষ ২৫হাজার টাকার ঋণ বিতরণ করা হয়।

কাপ্তাই উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা।

কাপ্তাই প্রেস ক্লাবের সা. সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই থানা অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা তাহমিনা আরজু সহ আরও অনেকে। সভায় স্বাগত বক্তব্য রাখেন মো. সারোয়ার হোসেন ও যুব মহিলা নূর নাহার।