কাপ্তাইয়ে জিহাদী বইসহ আটক ১৮

380

॥ কাপ্তাই প্রতিনিধি ॥

কাপ্তাই উপজেলার শিল্প এলাকা থেকে ছাত্র শিবির সন্দেহ জিহাদী বইসহ ১৮জনকে আটক করেছে কাপ্তাই থানা পুলিশ। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা ছাত্রলীগের সদস্যরা তাদের আটক করে পলিশে সোপর্দ করে।

কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এ আর লিমন জানান, ছাত্রলীগের নিয়মিত কার্যক্রমের অধীনে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার শিল্প এলাকার প্রিজম কুচিং সেন্টারে ছাত্র শিবিরের ম্যাচে অভিযান চালিয়ে আমরা জিহাদি বইসহ ১৮জনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছি।

এ ব্যাপারে  কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ নূর জানান, কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামরুল ইসলামের নেতৃত্বে শিল্প এলাকার প্রিজম কোচিং সেন্টার হতে জিহাদী বইসহ ছাত্র শিবির সন্দেহে  ১৮ জনকে আটক করা হয়েছে।