কাপ্তাইয়ে জেলা পরিষদের ত্রাণ কার্যক্রম উদ্বোধন করলেন দীপংকর তালুকদার

361

॥ কাপ্তাই প্রতিনিধি ॥
কাপ্তাই উপজেলার ৫ ইউনিয়নে ৫’শ জন করে আরও আড়াই হাজার অসহায় পরিবাররের মাঝে ত্রাণ সহায়তা দিলো রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ। এসময় প্রতি পরিবারকে ১০ কেজি করে চাল সহায়তা তুলে দেওয়া হয়।

মঙ্গলবার (১৬ই জুন) সকালে চন্দ্রঘোনা ইউনিয়ন, কাপ্তাই ইউনিয়ন এবং ওয়াগ্গা ইউনিয়ন পরিষদে ত্রাণ সহায়তা কার্যক্রমের উদ্বোধন করেন, রাঙামাটি সাংসদ ও সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার (এমপি)।

এসময় উপস্থিত ছিলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াইচিং মং মারমা, সদস্য সান্তনা চাকমা, কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, কাপ্তাই উপজেলা আ.লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী, সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল, কাপ্তাই থানার অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দিন, চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরঞ্জিত তনচংগ্যা সহ আরও অনেকে।