কাপ্তাইয়ে টেকসই সামাজিক সেবা দান প্রকল্পের সমন্বয় সভা

288

কাপ্তাই প্রতিনিধি

কাপ্তাই উপজেলা প্রকল্প ব্যবস্থাপকের আয়োজনে টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের সমন্বয় কমিটির সভা বৃহস্পতিবার কাপ্তাই পরিষদের সভাকক্ষ কিন্নরীতে অনুষ্ঠিত হয়েছে। কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই থানার ওসি (তদন্ত) আকতার হোসেন, কাপ্তাই উপজেলা কৃষি কর্মকর্তা শামসুল আলম চৌধুরী, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ইদ্রিছ, সমাজসেবা কর্মকর্তা মোঃ নাজমুল হাসান, সহকারি তথ্য অফিসার মোঃ হারুন, ১নং চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন মিলন সহ কাপ্তাই উপজেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্যরা।

আলোচনা সভায় টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের অধীণে সাধারণ জনগনকে যে সকল সুযোগ- সুবিধা দেওয়া হয়, সে বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা পরিষদের চেয়ারম্যানকে অবহিত করতে অবগত করা হয়। এজন্য উপজেলা প্রকল্প ব্যবস্থাপকের দৃষ্টি আকর্ষনসহ অন্যান্য উন্নয়নমূলক কর্মকান্ডের বিষয়ে আলোচনা করা হয়।