কাপ্তাইয়ে দুইজন অসুস্থ ব্যক্তি ও দুইটি এতিমখানায় সরকারি অর্থ সহায়তা বিতরণ

165
কাপ্তাই প্রতিনিধি
কাপ্তাইয়ে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত দুজন অসুস্থ ব্যক্তি এবং দুইটি এতিমখানায় সমাজসেবা অধিদপ্তর কতৃক সরকারি নগদ অর্থ সহায়তার চেক বিতরণ করা হয়েছে। বুধবার কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান উপস্থিত থেকে তাঁর দপ্তরে এই চেকগুলো বিতরণ করেন।
এসময় কাপ্তাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ নাজমুল হাসান ও চেকগ্রহনকারী ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান জানান, কাপ্তাই উপজেলার দুইজন বাসিন্দা একজন ক্যান্সার রোগী এবং একজন কিডনী রোগীকে ১ লক্ষ টাকা করে মোট ২ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়েছে।
এছাড়া ক্যাপিটেশন গ্র্যান্ড এর আওতায় কাপ্তাইয়ের আল আমিন নুরিয়া মাদ্রাসার এতিমখানা এবং ওয়াগ্গা লোটাস শিশু সদনে নগদ অর্থ সহায়তার চেক বিতরণ করা হয়েছে।