|| কাপ্তাই প্রতিনিধি ||
কাপ্তাই থানা পুলিশের অভিযানে পাচার করার সময় ২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ সহ ২ মহিলা আটক। আটককৃত মহিলার নাম আপ্রুমা মারমা ও ক্রানুচিং মারমা (২৬), চাইনুমা মারমা (২৬)। তারা উভয়ই কাউখালী উপজেলা বাসিন্দা।
থানা সূত্রে জানা যায়, কাপ্তাই থানা অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দীনের দিক-নির্দেশনায় এসআই (নিঃ) রাকিবুল হাসান, এএসআই (নিঃ) রাসেল হোসাইন, এএসআই (নিঃ) শাখাওয়াত হোসেন সঙ্গীয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদ পেয়ে চন্দ্রঘোনা ইউপিস্থ বড়ইছড়ি কাপ্তাই থানার বিপরীতে বড়ইছড়ি বাস স্ট্যান্ডে পাচার করার সময় ২০ (বিশ) লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আসামীদ্বয়কে গ্রেফতার করা হয়। আসামীদের রবিবার আদালতে সোপর্দ করা হয়েছে।