কাপ্তাইয়ে নব-নির্বাচিত ইউপি সদস্যদের শপথ অনুষ্ঠিত

380

॥ কাপ্তাই প্রতিনিধি ॥

কাপ্তাই উপজেলায় গত ১১ নভেম্বর অনুষ্ঠিত ৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচিত সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান মঙ্গলবার বেলা ৩টায় কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ কিন্নরীতে অনুষ্ঠিত হয়েছে।

এতে কাপ্তাইয়ের ২নং রাইখালী, ৪নং কাপ্তাই এবং ৫নং ওয়াগ্গা সহ ৩টি ইউনিয়নের ২৬ জন সাধারণ সদস্য এবং ৯ জন সংরক্ষিত মহিলা সদস্য শপথ গ্রহণ করেন।

কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান নির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান। এসময় উপজেলা নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার, কাপ্তাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আকতার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ উপস্থিত ছিলেন।

অপরদিকে ইউএনও মুনতাসির জাহান, শপথ বাক্য পাঠ করানোর সময় ইউপি সদস্যদের দেশ ও জনগণের কল্যাণে সর্বদা কাজ করার আহ্বান জানান।