॥ কাপ্তাই প্রতিনিধি ॥
কাপ্তাই উপজেলায় “শেখ রাসেল দিবস” উপলক্ষে বিভিন্ন কর্মসূচী আয়োজন করেছে উপজেলা প্রশাসন। সোমবার দিবসটি ঘিরে উপজেলা পরিষদ মিলনায়তনে শিশু কিশোরদের নিয়ে উপস্থিত বক্তৃতা ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এছাড়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং উপজেলা পরিষদ মিলনায়তনে “শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস” প্রতিপাদ্যে সেমিনার অনুষ্ঠিত হয়। এর আগে দিবসটি উপলক্ষে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি সকালে কাপ্তাই কেন্দ্রীয় শহীদ মিনারে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময় রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান, সহকারী কমিশনার (ভূমি) মাঈনুল হোসেন চৌধুরী, চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরীসহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠান সমূহের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।