কাপ্তাইয়ে নেথোয়াই মারামাকে হত্যার ঘটনায় মাসস’র নিন্দা

387

॥ সংবাদ বিজ্ঞপ্তি ॥

মারমা সাংস্কৃতি সংস্থা (মাসস) কাপ্তাই উপজেলা শাখার সভাপতি নেথোয়াই মারামাকে শনিবার (১৬ অক্টোবর) নিজ বাসায় নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।

রোববার সংবাদ মাধ্যমে মাসস কেন্দ্রীয় কামিটি ও রাঙামাটি সদর উপজেলা কমিটি কর্তৃক প্রেরিত যৌথ প্রেস বিজ্ঞপ্তিতে এ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।