কাপ্তাইয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত

467

কাপ্তাই প্রতিনিধি

কাপ্তাই উপজেলায় যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসাহ, আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। কাপ্তাই উপজেলা ইসলামিক ফাউন্ডেশন এর তথ্য অনুয়ায়ী মঙ্গলবার ঈদের দিন কাপ্তাইয়ের মোট ৮১টি মসজিদে পবিত্র ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

তৎমধ্যে উপজেলাকেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৮ টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। উক্ত কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ সোলাইমান ঈদের নামাজ পড়ান। এইছাড়া ঐতিহ্যবাহী কর্ণফুলী পেপার মিল এলাকার কেন্দ্রীয় জামে মসজিদে ৮.৩০ মিনিটে, রেশম বাগান বাইতুল সালাম জামে মসজিদে সকাল ৮টায়, বাঁশকেন্দ্র জামে মসজিদে সকাল ৮টায়, নতুন বাজার বাইতুল ফালাহ জামে মসজিদ ৮টা ৩০ মিনিটে, বিএসপিআই জামে মসজিদ ৮টা সহ বিভিন্ন মসজিদে সকাল ৮টা হতে সাড়ে ৮টার মধ্যে ঈদের জামাত অনুষ্ঠিত হয় বলে জানা যায়।

ঈদের জামাত শেষে মুসুল্লিরা শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করেন। এবং একে অপরকে কোলাকুলির মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।