কাপ্তাইয়ে প্রাক্তন ইউপি চেয়ারম্যান নিজামীর মৃত্যুতে নানা মহলের শোক

371

|| কাপ্তাই প্রতিনিধি ||

কাপ্তাই ইউনিয়নের প্রাক্তন ইউপি চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ ইসমাইল হোসেন নিজামী (৭০) দীর্ঘদিন জটিল ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে শনিবার (২৯ মে) সকাল ১১টায় নিজ বাসা চট্টগ্রাম কাজির দেউড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যু কালে তিনি স্ত্রী, ১ছেলে, ২ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে যান। মরহুমের মৃত্যুতে রাঙামাটি জেলা,কাপ্তাই উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠন ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক এবং ব্যবসায়ী মহল তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। ওইদিন নামাজে জানাজা শেষে কাপ্তাই শীলছড়ি কবরস্থানে তাকে দাফন করা হয়।